• Uncategorized

    পটুয়াখালীতে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও এমপি এবং তার পরিবারের সুস্থতা কামনায়  দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ।

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২০ , ১২:২০:০২ প্রিন্ট সংস্করণ

     

     

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

    ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহত শহীদদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে এবং পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য, তরুন প্রজন্মের আইকন, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, আইটি ইঞ্জিনিয়ার এস.এম শাহজাদা সাজু এমপি মহোদয় ও তার পরিবারের সকলের রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ নেতা, রতনদী তালতলী ইউনিয়নের অতি আপনজন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ^স্ত সৈনিক, ত্যাগী নেতা মামুনুর রশিদের অর্থায়নে রতনদী তালতলী ইউনিয়নের ১৫টি মসজিদ ও মাদ্রাসায় এ   মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ দোয়া ও মিলাদ মাহফিলে রতনদী তালতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে দোয়া করেন। এ সময় মামুনুর রশিদ বলেন, ২১ আগস্ট শুধু একটি রাজনৈতিক বিষয় নয়। ২১ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বাঙালি জাতির ইতিহাসে একটি কলংকিত কালো অধ্যায়। তারা বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালায়। ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেওয়া এবং দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু আল্লাহর রহমত ও বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি। তিনি এখনো মানুষের কল্যাণে দেশের অগ্রযাত্রাকে প্রসারিত করতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। তাই ২১ শে আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিমুক্ত একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য ও তার পরিবারের সকলের রোগ মুক্তির জন্য যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ