• Uncategorized

    পটু্য়াখালীর গলাচিপায় অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছে স্বপন দত্ত।

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ১:৫৬:৩৯ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়  অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে দ্বারে দ্বারে ঘুরছে  স্বপন দত্ত (৬৫) নামের এক বৃদ্ধ। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টাকার সন্ধানে স্বপন দত্ত। তিনি হচ্ছেন গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের মৃত. উমেশ দত্তের ছেলে।

    এছাড়াও জানাযায়, তার মলদারে একটি টিউমার হয়েছে। এতে তিনি বিভিন্ন সমস্যা ভুগছেন তিনি । এছাড়া তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। কোন কাজ করতে পারছেন না। তার চিকিৎসার অর্থ জোগাড় করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর স্ত্রী অর্চনা রানী (৫০)। এরই মধ্যে পটুয়াখালী, বরিশাল, ঢাকা অনেক জায়গায় গেছেন চিকিৎসার জন্য। কিন্তু স্ত্রীর আয়ে আর কত চলে।

    এদিকে তার ৩টি কন্যা সন্তান রয়েছে। দুই জনকে বিবাহ দিতে পারলেও একটি মেয়ে (অঞ্জনা রানী) বয়স ১৮ এখনও অবিবাহিত রয়ে গেছে। নিচের চিকিৎসা করাতেই হিমশিম খাচ্ছেন তার উপর মেয়ের বিবাহের কথাও ভাবতে হচ্ছে।

    পরিবারে সচ্ছলতা আনার জন্য আশেপাশের বাসায় কাজ করেন স্ত্রী অর্চনা রানী। গত এক মাস ধরে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে স্বপন দত্ত বলেন, আমি অসহায় মানুষ। অসুস্থ হয়ে পড়ায় এখন আয় উপার্জন করতে পারছি না। স্ত্রীর সামান্য আয়ে কোন রকম চলছে সংসার। বরিশালে চিকিৎসার জন্য গেলে ডাক্তার দ্রুত অপারেশন করতে বলেন তিনি।

    সে অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। কিন্তু এখন আমি কোথায় পাব এত টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, পটুয়াখালী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। তিনি বাঁচার আকুতি নিয়ে আরও বলেন, গত এক মাস ধরে মাঝে মাঝেই চোখের সামনে সব কিছুই অন্ধকার হয়ে আসে,।

    তখন ঘুরে পড়ে যাই আমি। আমি বাঁচতে চাই, আমাকে সহযোগিতা করুন। এ বিষয়ে স্বপন দত্তের স্ত্রী অর্চনা রানী বলেন, আমার স্বামী দীর্ঘ দিন ধরে অসুস্থ। এখন আমি সংসার চালাবো না তার চিকিৎসা চালাব। অপারেশনের এত টাকা আমি কই পাবো, আমার স্বামী মইরা যাইবো- বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

    এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তফা খান বলেন, আসলেই স্বপন দত্তের পরিবারটি অসহায় পরিবার। আমরা সবাই এগিয়ে আসলে অসহায় পরিবারটি বাঁচতে পারে। স্বপন দত্ত সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়- স্বপন দত্ত মোবাইল নাম্বার-০১৭৫৬-৮৮৩৩৫৯

    এসময় তিনি ভারাক্রান্ত মনে বলেন আমি সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি। আপনাদের দশের হাত সহযোগিতা কামনা করছি।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ