• গণমাধ্যম

    পটুয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলার প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফল উপজেলার দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীতে সাংবাদিকদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

    শুক্রবার ২৪শে ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর রোডের চরপাড়া এলাকায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সভায় বক্তব্য অনতিবিলম্বে মামলার বাদী মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষঃ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়।এছাড়াও একজন জনপ্রতিনিধি জনগনের সেবক কোন অবস্থাতেই মাদকাসক্ত হতে পারে না।

    বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন পিকু ক্ষমতাশীন আওয়ামী লীগের রাজনৈতিক আশ্রয় নিয়ে সাংবাদিক সমাজের সাথে সরকারের দূরত্ব বাড়াতেই সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বলে দাবী করেন পটুয়াখালী জেলা লর কর্মরত সাংবাদিক নেতারা।

    এসময় প্রতিবাদ সভায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,পাঠাগার সম্পাদক মু,হেলাল আহম্মেদ(রিপন)এবং সদস্য সাইদুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ