• Uncategorized

    পটুখালীতেএল,জি,আরডি সড়কের ধ্বস, যোগাযোগ বিছিন্ন বাড়ছে জনদূর্ভোগ।  

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ১২:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্নেদ(রিপন)

    পটুয়াখালী জেলা  প্রতিনিধি:

    পটুয়াখালীর এলজিইডির সড়ক ধ্বসে রাজধানীসহ সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পরেছেন লাখো মানুষ।

    সরেজমিনে, দেখাগেছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসি জানান, সড়রের পাশে একটি মাছের ঘেরে পানি তোলার জন্য সড়রের মাটি ঘুরে পাইপ নেয়ার কারনে সড়কটির অর্ধেকেরও বেশি অংশ ধ্বসে যায়। এবং বড় আকারে গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসি সাংবাদিকদের জানান, গত ১৭ আগষ্ট ঘেরের মালিক মাঈনুল মল্লিক(৪২) ,চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি নিজ সার্থে রাতের আধারে তার মাছের ঘেরে পান তোলায় অতিরিক্ত পানির  চাপে মাটির নিচের অংশ সরে যাওয়ায় বড় গর্তের সৃষ্টি হয়।

    এতে প্রায় ২০ একর জমি পানিতে তলিয়ে যায়।  এ ছাড়াও ৩০ টি পানের বরজসহ প্রায় অর্ধশত বসতবাড়ি পানিতে প্লাবিত হয়। এ বিষয় স্থাণীয় ইউপি সদস্য বিকেকান্ক কে বিষয়টি জানালে তিনি চেয়ারম্যানকে অবহিত করেন।

     

    চেয়ারম্যান তাৎক্ষনিক ঘেরের মালিকের কাছে বিষয়টি জানতে চাইলে  তিনি উক্ত ঘটনার দায়  স্বীকার করেন।

    এবং সড়কটি সংস্কারে আশ্বাস দেন। কিন্তু ৫ দিন পরেও উক্ত রাস্তাটি মেরামত না হওয়ায় রাজধাণীসহ সাড়াদেশের যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে।

     

    এ ব্যাপারে ঘেরের মালিক মাঈনুল মল্লিক(৪২) জানান, আমার বিরুদ্ধে এলাকাবাসি মিথ্যা অভিযোগ করেছে। তবে আমি মানবিক কারনে এটি মেরামত করে দিব।

    এব্যাপারে চিকনি কান্দি ইউনিয়নের চেয়ার সাজ্জাদ হোসেন জানান, সড়ক ধ্বসের ঘটনাটি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করাহয়েছে।

    এদিকে এলাকাকাসি সড়কটি দ্রুত মেরামত এবং দোষী ব্যাক্তির দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ