• রংপুর বিভাগ

    নীলফামারীতে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২১ , ২:৩২:০৮ প্রিন্ট সংস্করণ

    উজ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারী সদর উপজেলায় সবজিসহ বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চারদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ২০টাকা বেড়েছে ।এসব সবজি সদর উপজেলার বাংলারহাট, রামগঞ্জ হাট,রামনগর,বাদিয়ার মোড়,টুপামারী,বালার পকর,লক্ষীচাপ, পলাশবাড়ী,ও চওরাহাট, সহ অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে বেশি উৎপাদন হয়।এসব পণ্য স্থানীয় চাহিদা পূরণ করে রংপুর, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাজারে জায়। এরপরও বিভাগীয় বা জেলা শহরের মতো সমমূল্যের হওয়ার শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অসহায় হয়ে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা।

    এদিকে কৃষকেরা জানান,রবি মৌসুমের শুরুতেই আকস্মিক বৃষ্টিপাত এবং পোকামাকড়ের আক্রমণে ফসল হানির ঘটনা ঘটেছে । ফলে সবজি চাষে ধস নেমেছে । চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে ।নীলফামারী সদরে সকালের কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুস মিয়া জানান,

    চারদিনের ব্যবধানে সবজি কেজিতে ৫থেকে ১০টাকা বেড়েছে। চিচিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০টাকা, বেগুন (দেশি)৪০ টাকা থেকে ৬০টাকা, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ১০০টাকা, বরবটি ৪০ টাকা থেকে ৬০ টাকা, গাজর ১শ টাকা থেকে ১শ২০টাকা, মুখী কচু ৯০টাকা থেকে ১শ টাকা, ধরিয়া পাতা৮০ টাকা থেকে ১শ টাকা, বড় আলু ২৫টাকা থেকে ৩০টাকা, দেশি আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে ।কাঁচা পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা হালি, লেবু ২০ টাকা হালি, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি প্রতি পিস ৬০ টাকা, পটল ৫০ টাকা থেকে৬০ টাকা, লাউ(মাঝারি) ৪০টাকা,আদা ১শ ২০ টাকা,মুলা ৩০টাকা,শশা ৩০ টাকা, পেঁয়াজ ৪০টাকা, রসুন ৫০টাকা দরে বিক্রি হচ্ছে । অন্যদিকে মোটা চাউল ৪৫ টাকা,আতপ চাউল

    (চিনিগুড়া)৮০টাকা,মিনিকেট চাউল ৬৫টাকা, চিনি ৮০ টাকা,ছোলা ৭০টাকা, মসুর ডাল (চিকন) ১শ ১০ মসূর বাল(মোটা)৮০ টাকা, খেসারি ডাল ৭০টাকা, মাসকলাই ১শ ১০ টাকা,মুখ ১শ ৩০টাকা, হলুদ (গুঁড়া) ২শ টাকা, মরিচ (গুঁড়া)৩শ ৫০ টাকা।রামগন্জ হাটের মাংস বিক্রেতা মোঃ সাদ্দাম জানান,খাসির মাংস ৭শথেকে ৮শটাকা, গরুর মাংস ৫শ৫০টাকা থেকে ৫শ৮০টাকা কেজিতে বিক্রি হচ্ছে

    এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল ১শ৫৫থেকে বেড়ে ১শ৬০ টাকা, সোনালি মুরগি২শ৭০ টাকা থেকে বেড়ে ৩শ২০টাকা, দরে বিক্রি হচ্ছে । বেড়েছে মাছ মুরগির দাম। নীলফামারী সদরের, গাছবাড়ী,হরতকিতলা চাওয়া ও নিমতলীহাট বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।হাট-বাজারের মুরগি বিক্রেতারা জানান, এই প্রথম সোনালী মুরগী ৩শ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৩শ ৫০ টাকা, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১শ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

    এছাড়াও ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা, সোনালি মুরগির ডিম ৫০টাকা,দেশি মুরগির ডিম ৬০ টাকা,হাঁসের ডিম৬০ টাকা হালি বিক্রি হচ্ছে।রামগন্জ হাট-বাজারের মাছ বিক্রেতা চাঁন দাসঁ জানান, সব মাছের দাম কেজিতে ২০টাকা থেকে ৩০ টাকা করে বেড়েছে । সিলভার কার্প ১শ১০ টাকা,রুই ৩শ৫০টাকা, গ্লাসকার্প ২শ৫০ টাকা,পাঙ্গাশ ১শ২০টাকা, ছোট কেচকি মাছ ২শ টাকা,এবং শিং মাছ ৪শ টাকা,বড় ইলিশ ১হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ