• সাহিত্যে

    “নিষিদ্ধ লোবানের গন্ধ” কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৪:৩১:৫৯ প্রিন্ট সংস্করণ

    নিষিদ্ধ লোবানের গন্ধ
    কলমে-কণা মির্জা

    বিন্দু বিন্দু প্রেম তিমির আঁধারে
    জোনাকির মতো,
    তীর্থের কাকের ন্যায় ছোঁয়াছুয়ির ইচ্ছা জাগে ভালোবাসার নীড় রচনার বাসনা জাগে মনে–
    কিছু ব্যর্থ জীবনে মৃত্যু মাথার খুলি হয়ে দ্রোহ দেখায়।

    কেউবা ডুবে পৃথিবীর মুখ আর দেখবে না আশাহীনতায়,
    সাগরের জলরাশিতে মিশে আরাফাতের প্রান্তরের নেশায় হাতছানি
    ইসরাফিলের শিঙায় ফুৎকারের অপেক্ষায়,
    জীবনের অংক টা মিলাতে পারে না জ্যামিতিবেত্তা সাদা কাগজে।
    এখানে এসো না তুমি
    এখানে নিষিদ্ধ লোবানের গন্ধে
    ভরপুর চারপাশ।
    ঝড়ছে গাছের পাতা, শুকিয়ে যাচ্ছে
    ফুলের কলি,
    শস্য ক্ষেত ফাঁকা,যেন খেলার মাঠ
    বদলাচ্ছে পানির রং, মরছে জলজ প্রাণি ও উদ্ভিদ
    বদলাচ্ছে মাটির রং, যেন পোড়া ইট
    বাড়ছে উত্তাপ, পরিবেশ হারাচ্ছে তার নিজস্ব ভারসাম্য।
    কাঁদছে প্রাণিকুল, মানুষেরা হতবাক
    ধর্মভীরু মানুষ প্রার্থনায় রত।
    মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় একটু স্বস্তির নিঃশ্বাস চাই
    চাই সুন্দর ভাবে বেড়ে উঠুক আগামী প্রজন্ম
    হতাশা নয় চাই অফুরন্ত প্রাণ শক্তি
    চাই কৃপা আর রহমত বিধাতা তোমার

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ