• নগরজীবন

    নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ৬:৫৫:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-কবি নজরুল ক্যাম্পাস প্রতিনিধি:

    রাজধানীর বিজ্ঞান কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী গতকাল বাসা থেকে ক্লাসে যাওয়ার সময়ে ফার্মগেটে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। নিরাপদ সড়ক ও হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে তার সহপাঠী সহ অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ সময়ে কয়েক জন শিক্ষার্থীরা বলেন, আর কত সড়কে প্রাণ জড়বে? এটা প্রশাসনের কাছে জানতে চাই। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। অবশ্যই এই হত্যার দ্রুত বিচার দাবি করছি।

    পরে ফার্মগেট হয়ে বিজয় স্বরনী হয়ে পুলিশ বক্সে সামনে আসলে। পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায়।
    ঘাতক মাইক্রোবাসের ড্রাইভারকে সকালে সাভারে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    এর আগে ২০১৮ সালে রাজধানীর কুর্মিটোলা এক সড়ক দূর্ঘটনায় দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার পর। ঢাকা সহ সারাদেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলনে মাঠে নামেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ