• ধর্ম

    নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক চরমোনাই মাহফিল

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ২:১৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ঐতিহ্যবাহী চরমোনাই বার্ষিক মাহফিল আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ২০২২ রোজ শুক্র, শনি, ও রবিবার বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। ২৫ নভেম্বর শুক্রবার বাদ জুমআ হযরত পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ৩দিনের এ মাহফিলের কার্যক্রম শুরু হবে। এতে মূল বয়ান পেশ করবেন আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। এছাড়াও মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামা-মাশায়েখগণ উপস্থিত থেকে সার্বক্ষণিক দ্বীনি তা’লীম-তারবিয়াত প্রদান করবেন।

    চরমোনাই’র বার্ষিক মাহফিল সফল করার জন্য দেশের সর্বস্তরের ঈমানদার জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, চরমোনাই মাহফিল গতানুগতিক কোন মাহফিল নয়। এটা একটা আত্মশুদ্ধির মিলনমেলা। এর মাধ্যমে অনেক খারাপ মানুষ দীনের সঠিক বুঝ পেয়ে পরিশুদ্ধ জীবন পরিচালনার ঠিকানা পায়। অনেক মদখোর, ব্যাভিচারী, সুদখোর-ঘুষখোর, ডাকাতসহ খারাপ মানুষ চরমোনাই’র ৩দিনের বয়ানে আলোকিত জীবনের সন্ধান পান। এদিক থেকে এ মাহফিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, অন্তত একবার দেখার জন্যে হলেও চরমোনাই মাহফিলে আসা উচিত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ