• Uncategorized

    নড়াইলে জাতীয় ভোটার দিবস পালন

      প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৫:৩৩:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি

    আজ জাতীয় ভোটার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
    বৃহস্পতিবার (২ মার্চ) নড়াইল জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি , আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

    জাতীয় ভোটার দিবসে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়।

    অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা গোয়েন্দা সংসংস্থার উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,নড়াইল জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ