• Uncategorized

    নওগাঁয় স্কুল ছাত্রীকে বিয়ে করতে এসে পালিয়ে গেল বর-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ২:৩২:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার আত্রাইয়ে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বর, কনে, কনের বাবা ও বরযাত্রীরা। চুলার রান্না চুলায় থেকে গেল, খেতে পারল না কেউ। এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৭ আগস্ট) উপজেলার কয়সা গ্রামে।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে রিমা (১৪)। সে শাহগোলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী। তার বিয়ে ঠিক হয় একই উপজেলার উঁচলিকাশিমপুরের আহমদ আলীর ছেলে আফতাব আলীর (২১) সাথে।

    সে অনুযায়ী  বরপক্ষের লোকজন বরসহ জুমআর নামাজের আগেই এসে হাজির হন মেয়ের বাবার বাড়ি। জুমআর নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হবে। এমন সময় বাল্য বিয়ের সংবাদে বিয়ে বাড়িতে আসে আত্রাই থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ বরসহ মসজিদ থেকে এবং মেয়ে ও মেয়ের বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বিয়েটি বন্ধ হয়ে যায়।

    এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি ১৪ বছরের সপ্তাহ শ্রেণীর ছাত্রীর বিয়ে হচ্ছে। যেহেতু বাল্য বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ তাই সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ