• Uncategorized

    ধামইরহাট সরকারি এম.এম কলেজ  ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

      প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৩:৪৬:৫৪ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ মুরাদুজ্জামান মুরাদ-ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে, ধামইরহাট সরকারি এম.এম কলেজ  ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে । জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে ধামইরহাট সরকারি এম.এম কলেজ ছাত্রলীগের  আয়োজনে কলেজ ক্যাম্পাসে কাঠ,ফলজ, ঔষধি এবং ক্যাম্পাস সৌন্দর্যের জন্য  কৃঞ্চচুড়া গাছ রোপন করা হয় ৷

    বুধবার দুপুরে ধামইরহাট সরকারি এম.এম কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয় ৷ উক্ত কর্মসূচি  উদ্বোধন করেন ধামইরহাট সরকারি এম.এম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক ।

    তিনি বলেন, ” আমরা দেখেছি করোনায় আতংকে পৃথিবী এর মাঝেই কলকারখানা আর যানবাহন চাপ কম থাকায় প্রকৃতি ফিরেছে তার নিজস্ব রুপে ৷ তাই শুধু আমাদের কলেজ ক্যাম্পাসে গাছ লাগালেই হবে না, পরিবেশ রক্ষা করতে আমাদের সবার উচিত এ সময় নিজ নিজ উদ্যোগে বেশি বেশি গাছ লাগানো ”

    এসময় আরও উপস্থিত ছিলেন  ছাত্রলীগ কর্মী মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মেহেরুল হোসেন, আবু সাঈদ,নাজমুস সাকিব , রাব্বি হাসান প্রমূখ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ