• চট্টগ্রাম বিভাগ

    দেবীদ্বারে সুদের টাকা আদায়ের জন্য ঘরবাড়ি ভাংচুর

      প্রতিনিধি ১ মে ২০২৩ , ৯:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লা দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (হাবিব মেম্বারের বাড়ি) মোঃ আব্দুর রহিম শেখ কতৃক আলআমিন শেখের কাছে পাওনা সুদের টাকার জন্য অন্য ভাই হেলাল শেখের বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
    ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল ২০২৩ ইং শনিবার সন্ধ্যায়, দেবীদ্বার থানাধীন ভৈষেকোট গ্রামস্থ হেলাল শেখের বাড়িতে।
    এবিষয়ে দেবীদ্বার থানায় হেলাল শেখের স্ত্রী মোসাঃ আকলিমা আক্তার (২৮) বাদি হয়ে মৃত নবী নেওয়াজ শেখের পুত্র মোঃ আব্দুর রহিম শেখ(৬০) সহ আরো অজ্ঞাত নামা ৩/৪ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

    সরেজমিনে গিয়ে অভিযোগপত্রের বিবরন থেকে জানা যায়, মোঃ আল আমিন শেখ মোঃ আব্দুর রহিম শেখের নিকট হইতে বিগত অনুমান ৫ বছর পূর্বে কিছু টাকা সুদে আনেন। উক্ত সুদের টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ মোঃ আল আমিন শেখের সাথে মোঃ আব্দুর রহিম শেখের সাথে শত্রুতা চলিয়া আসিতেছে। উক্ত শত্রুতার জের ধরিয়া প্রায় সময় আল আমিন শেখের পরিবারের লোকজনদের মারধর সহ ভয়ভীতি হুমকী প্রদান করিয়া আসিতেছে। আল আমিন শেখ ও হেলাল শেখ বাড়ীতে না থাকায় তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে থাকায় তাদের সাথে মোঃ আব্দুর রহিম শেখ জুলুম নির্যাতন করিয়া আসিতেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ