• Uncategorized

    দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

      প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ৬:০২:২৯ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়ন পরিষদে পালন করা হয় । ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেওয়া হয়। একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে  বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুই বছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।

    বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐকমত্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায়, বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে।

    আর পরের বছর ২৩ মে, এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তত্কালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

    অনুষ্ঠানে অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল,৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল,৮নং জাফরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল আলম, ১১ নং রাজামেহার ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন,১২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো মামুনুর রশীদ মামুন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, সহ আরো আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ