• সাহিত্যে

    দুই দিনব্যাপী শিল্পকলায় আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তিতে আবৃত্তি উৎসব

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ১:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা:

    দেশের শীর্ষস্থানীয় আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তি উপলক্ষে রয়েছে নানা আয়োজন। আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে। শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এই উৎসব। শোভাযাত্রা উদ্বোধন করবেন নাট্যকার মামুনুর রশিদ। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

    আবৃত্তি উৎসবের প্রথম দিনে পরিবেশিত হবে দিলসাদ জাহান পিউলীর গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি একাডেমির ৬৬তম প্রযোজনা যুগলসন্ধি। এতে কণ্ঠ দেবেন আবৃত্তিশিল্পী মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, দিলসাদ জাহান পিউলী, কামরুল ইসলাম জুয়েল, হিমাদ্রী মোর্শেদ, আরমিনা নিম্মি, ফেরদৌসী প্রবর্তনা, আশরাফুল আলম, ওয়াদুদ ফারুক, মো. ইসহাক আলী, হাসান মাহমুদ, মাহবুব মেনন, রহমাতুল্লাহ রাজন, আব্দুস সালাম, তাহমিনা লিজা, তাজুল ইসলাম তপন, মো. আল-আমিন, তানবীন তনু, তাসনিম বুশরা, মাসুদ মনিরুল, সুমাইয়া বেগম প্রমুখ।

    আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিন (শনিবার) অনুষ্ঠানে কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম। দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ মাসুদ আহম্মেদের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি একাডেমির ৬৭তম প্রযোজনা কর্ণবিমর্দন। এই প্রযোজনায় কণ্ঠ দেবেন মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, দিলসাদ জাহান পিউলী, কামরুল ইসলাম জুয়েল, হিমাদ্রী মোর্শেদ, রহমাতুল্লাহ রাজন, আরমিনা নিম্মি, তানজিনা হক ঝুমকা, আশরাফুল আলম, হাসান মাহমুদ, মাহবুব মেনন, তাহমিনা লিজা, তানবীন তনু, মো. আল-আমিন, তাসনিম বুশরা, ফেরদৌসী প্রবর্তনা, তাজুল ইসলাম তপন প্রমুখ।

    আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহসহ সংস্কৃতজনরা।