• Uncategorized

    দিন দিন বেড়েই যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

      প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৪:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃরানা আহমেদ -বাগেরহাট জেলা প্রতিনিধি

    সারাদেশের ন্যায় বাগেরহাটে ও দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে,যা বর্তমানে ক্রেতাদের ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছে।
    তেলের বাজার যখন আগুন বরাবর তখনই কিছু অসাধু ব্যবসায়ীরা বাড়িয়েই যাচ্ছে সকল তাদের পন্যের দাম।

    যার কারণে সাধারণ মানুষের কাছে
    বাজার করা অসাধ্য হয়ে পরেছে।
    সাধারণ লোকদের দাবি প্রতিটা পন্যোর দাম সরকারী ভাবে নির্ধারণ করা হোক।
    তারা আরও জানান, ব্যায়ের বাজারে আয়ের পরিমাণ বাড়েনি জার ফলে আমরা ঠিকমত বাজার করতে পারছিনা। তাই ঠিক মতো আমাদের সংসার চলছেনা।

    তার উপরে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আমরা কেনাকাটা করে দু বেলা কিছু খাবো তাও সম্ভব নয়।তাই প্রতিটি হাট বাজারে যদি সরকার প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়ায় তাহলে হয়তো বাজারে পন্যের মূল্য কিছুটা কমে আসবে ‌
    কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যে,গত এক সপ্তাহের ব্যবধানে মালের দাম বেড়েছে দ্বিগুণ।

    চাল ডাল এমনকি মাংসের দামও প্রতি কেজি-৭৫০ টাকা,তাই সাধারণ ক্রেতাদের দাবি,দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে সরকারী কর্মকর্তা কর্মচারীদের নজরদারি বাড়াতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ