• Uncategorized

    দামুড়হুদায় নিম্ন বীজ ও অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে জরিমানা আদায়

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ৯:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ

    মো: রাশেদুল ইসলাম রাশেদঃ

    গতকাল ০১/১১/২০২০ ইং তারিখ রোজ রবিবার দামুড়হুদায় নিম্নমানের বীজ ও অধিক মূল্যে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে,দামুড়হুদা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দিলারা রহমানের দিকনির্দেশনায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে দামুড়হুদা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    রবিবার বিকাল ৫ ঘটিকার সময় দামুড়হুদা বাজারে মেসার্স নাঈম স্টোরে নকল ভুট্টার বীজ বিক্রয়ের অভিযোগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রাকিব উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক নগদ ১৫০০০ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, সহকারী জনাব খাইরুল কবির দিনার ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।

    ভ্রাম্যমাণ আদালত শেষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন বলেন,কৃষি ও কৃষকের সাথে প্রতারণা কখনোই মেনে নেওয়া হবেনা।জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ