• আইন ও আদালত

    ত্রিশালে কৃষকের জন্য বরাদ্দ বিনামূল্যে সার, বীজ ডিলারের দোকান থেকে আটক।

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ১:২০:৩৯ প্রিন্ট সংস্করণ

    সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ত্রিশালে সরকারি ৩০ বস্তা সার-বীজ ডিলারের গুদাম থেকে জব্দ করা হয়েছে। ত্রিশাল উপজেলায় চলতি আউশ মৌসুমে প্রণোদনার জন্য তিন হাজারেরও বেশি সুবিধাভোগী কৃষকের নামের তালিকা করেন স্থানীয় ইউপি মেম্বার, চেয়ারম্যান ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। প্রত্যেক কৃষককে প্রতি বিঘা ধান চাষের জন্য বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণের জন্য গত সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করে কৃষি অফিস। তবে দেখা যায়,সার বীজ বিতরণের শুরু থেকেই কার্ডধারীরা সার-বীজ উত্তোলনের পর ডিলারের গোডাউনে একটি সিন্ডিকেটের কাছে বিক্রি করে টাকা নিয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, প্রান্তিক চাষিদের মনোনীত না করায়। কৃষক নন কিংবা যাঁদের জমিজমা নেই, তাঁরাই বেশির ভাগ এই তালিকায় স্থান পেয়েছেন। যারা সত্যিকার অর্থে প্রাপ তাদের কেই তালিকায় রাখা হয়নি বলে জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ