• খুলনা বিভাগ

    তেলসহ সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ২:৩৮:১১ প্রিন্ট সংস্করণ

    জ্বালানি তেলসহ নৃত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও সারসহ কৃষি পণ্যে ব্যবহৃত সকল অন্যের দাম কমানোর প্রতিবাদে কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
    অদ্য:১০/০৮/২২ইং, বুধবার বিকাল ৬ টায় শহরের মজমপুরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে মোহাম্মদ শফিউর রহমান শফী এর সভাপতিত্বে (আহবায়ক সমাজতান্ত্রিক দল কুষ্টিয়া জেলা কমিটি) ও মিসেস লাবনী সুলতানা (আহবায়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা)এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    বক্তব্য রাখেন: মোঃ গোলাম রব্বানী (আহবায়ক জাতীয় যুব জোট কুষ্টিয়া জেলা কমিটি) মোহাম্মদ আশরাফুল ইসলাম (আহবায়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট) বক্তারা তাদের বক্তব্য বলেন দেশে অস্বাভাবিক পণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষ এখন দিশেহারা এ অবস্থায় তেল সহ জ্বালানি পণ্যের ও কৃষকদের ব্যবহারিত সকল পণ্যের দাম বৃদ্ধি করায় খাড়ার উপরে করার ঘা এর মত হয়ে গিয়েছে,

    সরকার উন্নয়নের মূলা নামক বস্তু ঝুলিয়ে জনগণকে বারংবার ধোঁকা দিয়ে যাচ্ছে তারা জনগণের কথা ভাবছে না কারণ তাদের ক্ষমতায়নে জনগণের ভোট পরায়ণের প্রয়োজনীয়তা নেই রাতের সরকার রাতেই সব পণ্যের দাম বাড়িয়ে দেয় আমরা তিব্র দেওয়া জানাচ্ছি।বক্তারা উক্ত সমাবেশ থেকে নিম্ন বর্ণিত দাবি সমূহ পেশ করেন: অচিরেই সকল পণ্যের দাম কমিয়ে দিতে হবে, নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। সরকার যদি এ সকল বিষয়ের প্রতি লক্ষ্য রেখে দাম না কমান তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করতে বাধ্য হবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ