• Uncategorized

    তৃতীয় বারের মত অনুষ্ঠিত রাধাগোবিন্দ চন্দ্র ম্যাথ ক্যাম্প

      প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ২:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ

    যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়াতে শুরু হলো তিনদিন ব্যাপী রাধাগোবিন্দ চন্দ্র ম্যাথ ক্যাম্প-৩। প্রতিবছরের ন্যায় এবারো একাদ্বশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে DOERS এর উদ্যোগে আয়োজিত প্রোগ্রামটি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে ।২৭,২৮ ও ২৯শে জানুয়ারী,২০২১ এই তিনদিন ধরে অনুষ্ঠিত হবে প্রোগ্রামটি। তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিনে বেশ উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।শিক্ষাথীদের মাঝে গনিতের প্রতি আগ্রহ সৃষ্টি ও গনিত অলিম্পিয়াড সম্পর্কে ধারণা দিতেই প্রতিবছর এই ক্যাম্পের আয়োজন করা হয় । প্রথম দিনে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ১ম বর্ষের ছাত্র লিমন হালদার এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র এস এম তামিম আহমেদ। কোভিড-১৯ এর কারণে সকল প্রকার স্বাস্থবিধি অনুসরণ করেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। DOERS অভয়নগর উপজেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পূর্ণ বিস্তার ও উৎসাহ দেওয়ার জন্য প্রতিবছর ধাবমানদের আড্ডা,ম্যাথ ক্যাম্প সহ নানা রকম শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ