• আবহাওয়া

    তীব্র শীতে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৫৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত গত কয়েকদিন ধরে দিনাজপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে জেলার মানুষের। তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারাচ্ছন্ন বাতাস আর ঘন কুয়াশায়সহ হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ।শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মজুর পরিবারের মধ্য বয়সী ও বৃদ্ধরা কর্মহীন হয়ে পড়েছে।দিনাজপুরের বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, জেলার সদর, খানসামা, বিরল, ফুলবাড়ী উপজেলা জুড়ে নেমে এসেছে উত্তর পশ্চিমের কনকনে শৈত্যপ্রবাহ।

    প্রচণ্ড তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। ঘন কুয়াশার কারণে যাবাহনগুলোকে দুপুর ১টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের প্রকোপে অভাবী মানুষের জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছে।এমতাবস্থায় এই এলাকার মানুষ দৈনিক আলোকিত ৭১ সংবাদের মাধ্যমে প্রয়োজনীয় সাহায্য কামনা করেছে সরকার এবং বেসরকারী সকল মানবহিতৈষী সংগঠনের কাছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ