• সাহিত্যে

    “তীব্র শীতার্ত” কলমে-জয়সেন চাকমা

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ

    কবিতা: তীব্র শীতার্ত
    কলমে-জয়সেন চাকমা

    তীব্র শীতার্ত
    জয়সেন চাকমা

    দেন না ভাইয়া একটা কাপড়
    একটা জামা চাই,
    কনকনে এই তীব্র শীতে
    বাঁচার উপায় নাই।

    শুনেলে ব্যথা আমার কথা
    কেঁদে কাটায় রাত,
    বড়ো কষ্ট শীতের দিনে
    শীতল ধরে হাত।

    বাঁচব তবে কীরূপ ভাবে
    নেয় না মোরে খোঁজ,
    আমি যে গরিব আমি যে টোকাই
    জীবন কাটে রোজ।

    ঠান্ডা বাতাস হাঁড় কাঁপানো
    কত কষ্ট পায়,
    কনকনে এই তীব্র শীতে
    কেদে চলে যায়।

    কষ্ট আমার কেউ বোঝেনা
    গরম কাপড় চাই,
    এই শীতে যে গরম কাপড়
    আমার কপালে নাই।