• শিক্ষা

    তাড়াশে শ্রেষ্ঠ প্রাধান শিক্ষিকা শীলা রানী দাস কে সংবর্ধনা প্রদান

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২২ , ৩:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শীলা রানী দাস । বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলার পালাশী সরকারি প্রাথমিকবিদ্যালয় তাকে সংবর্ধনা প্রদান করেছেন। উপজেলা পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক আহমেদ । প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন সিরাজগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা আব্দুল আজিজ । এসময় তিনি বলেন, আজ শীলা রানী আমাদের গর্ব। তিনি জেলার কয়েকহাজার শিক্ষকের মধ্য থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। পুরো তাড়াশের জন্যে তিনি সম্মান বয়ে এনেছেন। ভবিষ্যতে তার নিকট থেকে আরও ভালো কিছুর প্রত্যাশা রইলো।

    নিজের অনুভূতি ব্যক্ত করে শিক্ষিকা শীলা রানী দাস জানান, কঠোর পরিশ্রমের উপরই সফলতা নির্ভর করে।কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আমি বর্তমান সরকারের নির্দেশিত প্রক্রিয়াগুলো প্রয়োগে সচেষ্ট হয়েছি। ডিজিটাল কন্টেন্ট তৈরি ও তার প্রয়োগে শ্রেণি পাঠদান, শিক্ষার্থী মূল্যায়ণ, ঝরেপড়া রোধে নতুন নতুন কর্মপন্থা তৈরি ও তার প্রয়োগ করার চেষ্টা করেছি। আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার ক্লাস্টারের অফিসারসহ শিক্ষা অফিসার মহোদয়। তাদেরসহ আমার অন্যান্য সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো।। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বাঁরুহাস ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুল হান্নান মেম্বর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হানিফ । উল্লেখ্য শীলা রানী দাস ২০১৮ সালে প্রধান শিক্ষিকা হিসেবে পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ