• রাজশাহী বিভাগ

    তানোর খাদ্য গুদামে শ্রমিকের দৌরাত্ম্য

      প্রতিনিধি ২৬ মে ২০২২ , ১০:০০:৫৯ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের সরকারী খাদ্য গুদামের কতিপয় শ্রমিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাববিস্তার করে কতিপয় শ্রমিক গুদাম কর্মকর্তাকে জিম্মি করে নানা অনিয়ম করছে। কতিপয় শ্রমিক নানা অজুহাতে ডিলারদের কাছে থেকে টাকা আদায়, টাকা না পেলে সিরিয়ালের নামে হয়রানি, বেছে বেছে নিম্নমাণের চাল-আটা নিতে বাধ্য করাসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, কতিপয় এই শ্রমিক রাতের আঁধারে (বোঙা) বিশেষ যন্ত্র দিয়ে বস্তা থেকে ধান-চাল-গম বের করে নিচ্ছে। আবার সাধারণ কৃষকেরা ধান-গম নিয়ে আসলে এই শ্রমিক নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে, এতে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে।এসব অবৈধ কাজ নির্বিঘ্নে করতে শ্রমিক সর্দারকে নানা কৌশলে গুদামের বাইরে পাঠিয়ে দেয়া হয়।

    এছাড়াও অর্থের বিনিময়ে এই শ্রমিক গুদামের গোপনীয় তথ্য সাংবাদিকসহ বিভিন্ন মহলে সরবরাহ করেন বলেও গুঞ্জন রয়েছে। ডিলার আলফাজ উদ্দিন শাহ’র বাড়িতে চাউল রাখার কথা প্রশাসনকে জানিয়ে তাঁর কুড়ি হাজার টাকা জরিমানা করিয়েছে এই শ্রমিক এমন কথা আলোচনা হচ্ছে। এদিকে গুদামে খাদ্য সরবরাহকারী ঠিকাদার, মিলমালিক, ডিলারগণ এই শ্রমিককে অব্যাহতি দিয়ে নতুন শ্রমিক নিয়োগের দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তানোর সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুজ্জামান বলেন, এমন ঘটনা তার জানা নাই, কেউ অভিযোগও করেনি। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে ওই শ্রমিককে ছাঁটাই করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ