• আইন ও আদালত

    তানোরে প্রেমিকার শ্লীলতাহানি প্রেমিকের বিঁষপাণের চেষ্টা!

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৭:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে প্রেমিকা স্কুল ছাত্রীর প্রকাশ্যে শ্লীলতাহানি কথিত প্রেমিক যুবকের বিঁষপাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার কামারগাঁ উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এই ঘটনা ঘটেছে। একাধিক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এর দায় প্রধান শিক্ষক এড়াতে পারে না, কারন এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, তাছাড়া শ্লীলতাহানির অভিযোগ আপোষযোগ্য অপরাধ নয়। জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার গুপইল গ্রামের নইমুদ্দিন আলীর পুত্র বখাটে নবী আলী (১৮) মুঠোফোনের সুত্রে কামারগাঁ গ্রামের জনৈক স্কুল শিক্ষকের কন্যা ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে কথিত প্রমিক নবী ও তার বন্ধু রানা কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে এসে ওই শিক্ষার্থী ডাকেন। তাদের ডাকে সাড়া দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী (কথিত প্রেমিকা) তার দুই সহপাঠীকে নিয়ে বিদ্যালয় সংলগ্ন কড়াইতলা যায়। এ সময় কথিত প্রেমিক নবী আজকেই তাকে বিয়ে করতে হবে বলে ওই শিক্ষার্থীকে জোরপুর্বক মোটরবাইকে উঠিয়ে নিতে গেলে কথিত প্রেমিকা যেতে অস্বীকার করে। এ সময় নবী বলেন, আজ হয় তাকে বিয়ে করতে হবে, নইলে এখানোই সে বিষপাণে আত্মহত্যা করবে বলেই পকেট থেকে বিঁষের বোতল বের করে বিঁষপানের চেষ্টা করে। কিন্ত্ত কথিত প্রেমিকা বাঁধা দেয়, এনিয়ে কথিত প্রেমিক যুগলের মধ্য ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে নবী এবং তার বন্ধু কথিত প্রেমিকাকে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি করে। ঘটনা বেগতিক বুঝতে পেরে প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মিলন এসে নবী ও রানাকে আটক করে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। সহপাঠীকে মারপিটের খবর জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং বখাটে নবী ও রানাকে পুলিশে দেবার দাবি করেন। এ সময় প্রতিকুল পরিস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক স্কুল ছুটি ঘোষণা করেন। তবে বিশেষ মহল তাদের পুলিশে দিতে বাধা দিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে মরিয়া হয়ে উঠে। বিশেষ মহলের দ্বারা প্রভাবিত হয়ে প্রধান শিক্ষক সুব্রত কুমার শালিস বৈঠকের নামে প্রহসণ করেছে। শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত যুবকের শাস্তি দেয়া না হলে তারা ক্লাশ বর্জনসহ নানা কর্মসুচি দিবেন। এবিষয়ে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বলেন, স্কুল ও মেয়ের পরিবারের সম্মানের কথা বিবেচনা করে, ছেলেমেয়ে উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়। তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ব্যবসায়ী জাকির হোসেন জুয়েল ও শিক্ষকবৃন্দসহ সালিশ বৈঠকে বসে উভয় পক্ষের অভিভাকদের কাছে থেকে মুচলেকা নিয়ে আপোষ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ