• রাজশাহী বিভাগ

    তানোরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২২ , ৪:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহামুদ শাওন : রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মোঙ্গলবার দুপুর ১২ টার সময় তানোর উপজেলা ৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদের অডিটারিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন,৫ নং তালান্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দীন বাবু,রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মোরর্শেদুল রিয়াদ।

    তানোর এপি ওয়ার্ল্ড ভিশনের পোগ্রাম অফিসার নিকোলাস ঢালী, পোগ্রাম অফিসার লরেন্স মোন্ডল, পোগ্রাম অফিসার ঝুনু বর্দ, জুনিয়র পোগ্রাম অফিসার বানার্ড কুজো প্রমুখ।

    কোরআন তেলায়াত, গীতাপাঠ, বাইবেল পাঠ দিয়ে অতিথি বৃন্দের বক্তব্য শুরু করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়রাম্যান বলেন, ওয়ার্ল্ড ভিশন গৌরব, আনন্দ, বৃদ্ধি করেছেন। এ সংস্থাটি তানোরে অনেক গরীব মানুষ, শিশুদের ভাগ্য পরিবর্তনের কাজ করেছেন। অনেক ভাল কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন।

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, দরিদ্রদের বকনা গরু প্রদান, স্কুল, কলেজ, মাদ্রাসায় টয়লেট নির্মান করে দয়া, শারিরীক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, সমাধান করে দেয়া, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান,
    শিশুদের নেতৃত্ব, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের জন্য কাজ করেন।

    সৈয়দ মাহামুদ (শাওন)
    ০১৯৬৩৬৪১৪৭৮
    তানোর,রাজশাহী

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ