• রাজশাহী বিভাগ

    তানোরের বাধাইড়ে শিক্ষা উপকরণ ও শীতবস্ত বিতরণ

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২২ , ১২:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

    সোহেল রানা-তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে কোভিড-১৯, বাল্যবিবাহ ও মাদক ব্যবহার রোধে এ্যাডভোকেসি সভা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার বাধাইড় মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে‘ ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন (এনএজিআর) নামক বেসরকারী উন্নয়নমূলক সংস্থা আয়োজনে সামাজিক দুরুত্ব্ বজায় রেখে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেভা. রাজেন সরেন,প্রধান অতিথি ছিলেন বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
    বক্তব্যদেন মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই সাইফুল ইসলাম,এএসঅই সুলতান আহম্মেদ,বাধাইড় মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর) প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, জুনিয়র অফিসার এনামেইল প্রমুখ।

    অনুষ্ঠানে ১০০ জন শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১০০ জন বয়স্ক ব্যাক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এবং উপস্থিত ৩০০ জন জনগোষ্ঠীদের মধ্যে জনসচেতনা বাড়াতে কোভিড-১৯, বাল্যবিবাহ ও মাদক ব্যবহার রোধে এ্যাডভোকেসি সভা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ