• চট্টগ্রাম বিভাগ

    তবলছড়ি হাসপাতালের রাস্তা বিলীন প্রায়।

      প্রতিনিধি ২ জুন ২০২২ , ৯:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো: দিদারুল আলম-খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি হাসপাতাল সড়ক নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই ।তবলছড়ি গ্রামের বাসিন্দারা জানান, অনেক আগে নদীতে সামান্য ভাঙন দেখা দেয়। ভাঙন রোধের জোরালো কোন ব্যবস্থা না নেওয়ায় হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তাটি নদী গর্ভে চলে যাচ্চে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পুরো রাস্তাটি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

    সরেজমিনে দেখা গেছে, রাস্তা বিলীন হয়ে যাওয়ায় যানবাহন চলাচল করছেন ভাঙ্গা রাস্তার অপর পাশের জমিনের পাড় ধরে। স্হানীয় বাসীন্দা মামুন বলেন, উজান থেকে পাহাড়ি ঢলের পানি আসলে পুরো গ্রামের লোকজন তখন আতঙ্কে থাকে। যেভাবে নদী ভাঙ্গন চলছে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে রাস্তাটি নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তাটি সংস্কারের দাবী করেন এলাকাবাসী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ