• Uncategorized

    তথ্য সংগ্রহে বাঁধা-প্রয়োগ দুমকিতে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি!

      প্রতিনিধি ২২ মে ২০২১ , ১১:৪০:৪৭ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীর দুমকিতে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহে বাঁধা প্রদান ও সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম ওই ইউপি সদস্যের বিরুদ্ধে গত ২১ মে শুক্রবার দুপুরে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। যার ডায়েরি নং ৭৬৮/২১ ইং। অভিযোগসুত্রে জানাযায়, সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম অভিযোগ করে জানান, গত (১৫ মে) পেশাগত দায়িত্ব পালনে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করতে গেলে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন।

    এঘটনার পাঁচদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে তাকে ডেকে নিয়ে গালাগালিসহ প্রাণনাশের হুমকিও দিয়ে থাকে। বিষয়টি আমি সাথে সাথে দুমকি থানা অফিসার ইনচার্জ কে জানাই এবং পরেরদিন সকালে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, সামান্য একটু গালাগালি করেছি তবে এরপর সামনে বাড়লে বিষয়টা ভাল হবে না বলে প্রকাশ করে।এ ব্যপারে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, এবিষয়ে সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ