• দুর্ঘটনা

    ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!

      প্রতিনিধি ৩০ মে ২০২২ , ৪:০২:৫০ প্রিন্ট সংস্করণ

    একটা না, দুইটা না আট আটটা সরকারি চাকরি পাওয়া ছেলেটা কোন কষ্টে পৃথিবীর মায়া ত্যাগ করলো?

    ‘মেহেদি হাসান’
    -সহকারি পরিচালক(দুদক)
    -সহকারী পরিচালক(বেপজা)
    -সহকারি সমাজসেবা অফিসার(৩৮তম বিসিএস)
    -৪০তম নন-ক্যাডার।
    -সহকারি পরিচালক(বঙ্গবন্ধু হাইটেক পার্ক)
    -সিনিয়র অফিসার(রুপালি ব্যাংক)
    -সহকারি ম্যানেজার(ডিপিডিসি)
    -জেনারেল অফিসার(হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন)
    -৪১ তম রিটেন দেওয়া।

    মেহেদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী বেপজাতে কর্মরত ছিলেন।গতোবছর মা মারা যাওয়ার পর থেকেই মানসিক বিষন্নতায় ভুগছিলেন।রাতে ঠিকমতো ঘুমাতে পারছিলেন না।গতকাল বিকেলে আত্মহত্যা করেন তিনি। ধারনা করা হচ্ছে দীর্ঘ সময় মানসিক বিষন্নতাই আত্মহত্যার কারন |

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ