• রংপুর বিভাগ

    ডোমারে ইছালে ছাওয়াব মাহফিল ২৯ ও ৩০ অনুষ্ঠিত হবে

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১ , ৭:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কিসামত সোনারায় জামিরবাড়ী পীর সাহেবের বাড়ীতে ৫৩ তম বার্ষিকী একরামিয়া ,মাহবুবিয়া , হাফিজুলিয়া ও আফজাজুলিয়া ইছালে ছাওয়াব মাহফিল ২৯ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতিত্ব করবেন আওলাদে রাসূল (সা:) সৈয়দ খন্দকার মোঃ এরফানুল হক এম,এম গদ্দিনসিন পীর সাহেব, সহ- সভাপতিত্ব করবেন সৈয়দ খন্দকার মোঃ একরামুল হক (বাদশা হুজুর) আরবি প্রভাষক ,জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসা।

    ইছালে ছাওয়াবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আফতাব উদ্দিন সরকার, এম,পি নীলফামারী- ১ ও প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মোঃ আজিজুর রহমান , চেয়ারম্যান গোপালগঞ্জ ইউপি, শ্যামপুর বদরগঞ্জ। জনাব মোঃ মমিনুল হক (রব্বু) বিশিষ্ট সার ব্যবসায়ী, ডোমার।

    (২৯ ডিসেম্বর) বাদ আছর থেকে ওয়ায়েজ করবেন ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লামা আবু সাঈদ আনসারী সাতক্ষীরা, হযরত মাওলানা মুফতি সৈয়দ খন্দকার মোঃ এজহারুল হক (সাজু) আরবি প্রভাষক ,জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসা, হযরত মাওলানা রজব আলী মাসুম লালমনিরহাট, হযরত মাওলানা আবেদ আলী ফারুকী , হযরত মাওলানা মোঃ মাজহারুল হক জিহাদী ও শিশু বক্তা মোঃ নাজিরুল হক (নাহিদ) কিসামত সোনারায়।

    একরামুল হক বাদশা হুজুর বলেন, বিগত বছর গুলোতে পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুরিদ ইছালে ছাওয়াবে আসে। প্রথম দিন (২৯ডিসেম্বর ) বাদ আছর হতে আমন্ত্রিত মাওলানাগন তাফসির পেশ করবেন (৩০ ডিসেম্বর) ফজরের নামাজের পূর্ব পর্যন্ত। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হবে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ