• চট্টগ্রাম বিভাগ

    ট্রাকের নিচে চাপা পড়ে মেকানিকের মৃত্যু

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৯:৩২:১৫ প্রিন্ট সংস্করণ

    ওয়াসিক বিল্লাহ-নান্দাইল উপজেলা প্রতিনিধি:

    বালু নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর এলাকায় মৎস্য খামারের সামনে বিকল হয়ে পড়ে একটি ট্রাক। এরপর বালুভর্তি ট্রাকটি মেরামতের সময় হেলে পড়লে ট্রাকের চাপায় মুন্না মিয়া (২০) নামের এক মেকানিকের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

    গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নান্দাইল মৎস্য খামারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার তেলিয়াটি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। আহত মো. আমিনুল ইসলাম নান্দাইল সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের আস্তর আলীর ছেলে।

    স্থানীয়রা জানান, দুই দিন ধরে বালুভর্তি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এরপর নান্দাইল চৌরাস্তা থেকে মেকানিক মুন্নাকে নিয়ে ট্রাক মেরামত শুরু করেন এর চালক। মেরামতের একপর্যায়ে ট্রাক হেলে পড়লে মুন্না এর নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে মৃত অবস্থায় মুন্নাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে।

    নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের সাব কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আমরা খবর পেয়ে ট্রাকের নিচে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি।’নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ