• ময়মনসিংহ বিভাগ

    টাকার অভাবে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে হবে আমায়,আমি কি সুস্থ হইতে পারমু না ভাই ? কান্না চোখে এক যুবক।

      প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ৩:১১:২১ প্রিন্ট সংস্করণ

    মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধি:

    শেরপুর শহরের পশ্চিমশেড়ি এলাকায়,বিপুল মিয়া বয়স(২৮)পিতা আনু মিয়া,মাতাঃ বেগম। সে অনেকদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছেন, ফলে সংসার চালাতেও হিমসিম খেতে হত তার। তার সাথে কথা বলে জানাজায় সে সুস্থ থাকা অবস্থায় বিভিন্ন দোকানে কাঠ মিস্ত্রির কাজ করে সংসার চালাত। এখন তিনি অসুস্থ হওয়ায় পরিবার নিয়ে পথে বসে গিয়েছেন, দেখার মতো কেও নেই।

    এমন অসুস্থতা দেখে তার স্রীও তাকে রেখে বাপেরবাড়ি চলে যায়,তার ৬ বছর বয়সের ১টি ছেলে আছে। বিপদের মধ্যে বিপদ গত ৩ মাস আগে রাস্তার ধারে পরে গিয়ে কমরের হাড় ভেঙে যায়। ডাক্তার জানিয়েছেন সব মিলে ১ লক্ষটাকা হলে তার কমড়ের হারের অপারেশন করা যাবে,কিন্তু নুন আনতে জার পান্তা ফুরায় সে কি করে নিজের চিকিৎসা করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে? সে বর্তমানে খেয়ে না খেয়ে জীবনযাপন করছে।

    সে কান্না চোখে বলে, আমি সুস্থ হতে চাই কিন্তু টাকার অভাবে আমার চিকিৎসা হচ্ছে না। সে আরো বলেছে টাকার অভাবে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে হবে আমায়, আমি কি সুস্থ হতে পারবো না?তিনি সকলের নিকট সাহায্য চেয়েছেন। কারও সাহায্য সহযোগিতা পেলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ