• আমার দেশ

    ঝিনাইগাতীর হলদিগ্রামে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৭:৫৯:১২ প্রিন্ট সংস্করণ

    কৃষির সাথে কৃষকের পাশে এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকায় সোমবার বিকাল ৩.৩০ মিনিটের সময় ব্যাবিলন এগ্রি সাইন্স কর্তৃক একটি কৃষক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ কাউসার মিয়া পরিবেশক ব্যাবিলন এগ্রি সায়েন্স লিঃ এবং ব্যাবিলন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ মাহমুদ হাসান প্রিন্স (চিফ অপারেটিং অফিসার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ রফিকুল ইসলাম (সেলস ম্যানেজার), জনাব মোঃ নুরুজ্জামান (এরিয়া সেলস ম্যানেজার), এবং জনাব মোঃ দিপু রায়হান (মার্কেটিং অফিসার), ব্যাবিলন এগ্রি সাইন্স লিমিটেড এবং ব্যাবিলন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড, উক্ত আলোচনা সভায় শতাধিক ধান চাষী কৃষক উপস্থিত ছিলেন, ধানের মাজরা পোকা পাতা মোড়ানো পোকা এবং অন্যান্য পোকা দমন করার জন্য ব্যাবিলন এগ্রি সায়েন্সের প্রলয় ৩২ এসসি, এছাড়া ধানের খোলপোড়া, খোল পচা এবং ব্লাস্ট রোগ দমন করার জন্য এবং ফলন বৃদ্ধি করার জন্য ট্রয় ৬৩.৫ এসসি, ধানের ক্ষতিকারক কারেন্ট পোকা অর্থাৎ বাদামী গাছ ফড়িং (বিপিএইচ) দমন করার জন্য পেদা টিং টিং ৮০ ডব্লিউডিজি নিয়ে আলোচনা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ