• অর্থনীতি

    ঝিনাইগাতীতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৬:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

    শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার বিভিন্ন প্রাতষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মোট ৩০০ কেজি দেশীয় প্রজাতির রুই, কাতল, মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
    এছাড়াও উপজেলা পরিষদ পুকুর, ঝিনাইগাতী থানা পুকুর, কান্দুলী আশ্রয় প্রকল্প পুকুর, বাকাকুড়া আশ্রয়ন প্রকল্প পুকুর, গজারিকুড়া গুচ্ছ গ্রাম, কাটাখালি খাল সহ মোট ৯ টি স্থানে মাছের পোনা গুলো অবমুক্ত করা হয়।
    এ সময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক-আল- মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ বিভিন্ন মৎস্যচাষী, মৎস্যজীবী ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ