• অর্থনীতি

    ঝিনাইগাতীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি একেএম ফজলুল হক চাঁন।

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৬:৫১:৪৮ প্রিন্ট সংস্করণ

    শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা-নলকুড়া ইউপি ভায়া গান্ধিগাঁও বাজারে যাতায়াতের সুবিধার্থে কালঘোষা নদীর উপর ৭৫ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিলনসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ। মেসার্স মোশফিকুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠান ৬ কোটি ৪০ লক্ষ ২ শত ৩ টাকা ব্যায়ে এ গার্ডার ব্রীজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
    আগামী ২০২৪ সালের ৩ জানুয়ারী এ ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে। এতে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ