• Uncategorized

    জ্বর কাশিকে অবহেলা নয় “স্বাস্থ্য অধিদপ্তর”

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২০ , ৪:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

     

    করোনা মহামারির এই সময়ে জ্বর, কাশিকে অবহেলা করে সামান্য মনে না করার আহ্বান জানানো হয়েছে। জ্বর, কাশিসহ কোনরকম করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার করোনা বিষয়ক নিয়মিত হেল্থ বুলেটিনে এসব বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা।

    তিনি বলেন, বিনিতভাবে আবারো অনুরোধ জানাবো, যে কোনো লক্ষন উপসর্গ থাকলে অবশ্যই নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে নমুনা দিবেন এবং পরীক্ষা করাবেন।

    এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক জরুরি। যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারব,তত বেশি এই রোগ প্রতিরোধ করা সহজ হবে। কাজেই আপনারা এই রোগ গোপন করবেন না। জ্বর কাশিকে সামান্য মনে করবেন না। জ্বর কাশি হলেই নমুনা পরীক্ষা করতে দিবেন। ডাঃ নাসিমা সুলতানা, স্বাস্থ্যবিধি গুলো যথাযথ ভাবে মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ