• আইন ও আদালত

    জেলা গোয়েন্দা রাজশাহী কর্তৃক পৃথক ৩ টি অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ০৪

      প্রতিনিধি ১৭ জুন ২০২২ , ৪:৫০:২১ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আজ শুক্রবার ১৭/০৬/২০২২ খ্রিঃ পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন, এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার ও এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পৃথক পৃথক তিনটি অভিযানে বাঘা থানা এলাকা হতে ধৃত আসামী ১। সজীব (৩২) পিতা- মোঃ নুরুল হক ২। শামিম হোসেন নান্টু(৩৬) পিতা- মন্টু আলি উভয়ের সাং মীরগঞ্জ ভানুকর, থানা- বাঘা দ্বয়কে একই গ্রামের পলাতক আসামি রিপন এর বাড়ি থেকে ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানা এলাকায় পৃথক অভিযানে আসামি ৩। মোঃ মাসুদ রানা (২৭), পিতা- মৃত জালাল উদ্দিন, মাতা- মোসাঃ শামসুন নাহার, সাং- শাহাদ্বিপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে তার বাড়ি সংলগ্ন মুরগির ফার্ম এর পাশ থেকে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ ধৃত করা হয়। অপর এক অভিযানে ৪। মোঃ ইমাম (১৬) পিতা- মোঃ তরিকুল ইসলাম, সাং- মহিষালবাড়ি, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ৫০ (পঁঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করা হয়। এ সংক্রান্তে ধৃত ও পলাতকগণের বিরুদ্ধে বাঘা থানায় ও গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাসমুহ তদন্তাধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ