• সারাদেশ

    জায়েদা পাগলির সন্তানের বাবা কে

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ আবুবকর মিল্টন-পটুয়াখালী:

    পটুয়াখালী বাউফলে জায়েদা পাগলি (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে পুএ সন্তানের মা হয়েছেন। কিন্তু এই সন্তানের বাবার পরিচয় বলতে পারছেন না কেউ। কে ওই নবজাতকের বাবা এ নিয়ে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। চলছে নানা কানাঘুষা

    ১৫ ফেব্রুয়ারী, বুধবার বিকাল ৪ টার দিকে কালাইয়া ইউনিয়নের বাজে সন্দীপ তুলা তলা দিলু মিস্ত্রীর দোকানের সামনে এ নবজাতকের জন্মদেয় জায়েদা পাগলী। বর্তমানে নবজাতক ও মা জায়েদা পার্শ্ববর্তী শহিদ সর্দারের ঘরে সুস্থ আছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুইমাস আগে এ মহিলা এ এলাকায় আসে। কেউ তার সম্পর্কে তেমন কিছু জানেনা।রাত দুটার দিকে জায়েদার প্রসব ব্যাথা উঠে।সকাল এলাকার লোকজন ভীর জমালে লোকজন তাকে শহিদ সর্দারের বাসায় যেতে অনুরোধ কর, কিন্তু পাগলি কারো বাসায় যেতে অস্বীকার করে ।

    জায়েদা সাংবাদিকদের জানান,মায়ের নাম মাজেদা, বাবার নাম জব্ববার কারী, স্বামীর নাম নেওয়াজ ব্যাতীত আর কিছুই বলতে পারে না।
    তিনি তার সন্তানের পিতৃ পরিচয় জানেনা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়দের প্রশ্ন পাগলীটা মা হলো, বাবা কে? কোন নরপশুর যৌন লালসার শিকার হয়ে সে মা হলো? এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। নিষ্পাপ ওই নবজাতকের পিতৃপরিচয় খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতনমহল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ