• বিনোদন

    জলতরঙ্গের সুরে নেট দুনিয়া মাতাচ্ছেন রিচি।

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২২ , ১০:১৪:০৬ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকারঃ

    পুরো নাম সামি সাদিকিন চৌধুরী রিচি।বর্তমানে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আইন বিভাগে দ্বিতীয় বর্ষে৷বাসা দিনাজপুর। বাবার নামঃ মোঃ তাজুল ইসলাম চৌধুরী।মায়ের নামঃ শাহীনা আকতার চৌধুরী।ছোটোবেলা থেকেই মিউজিকের প্রতি একটি ভালোলাগা ছিলো রিচির।বয়সের সাথে সেই ভালোলাগাটি তার প্রধান শখে পরিণত হয়।কিভাবে আসা হলো মিউজিকের জগতে এমন প্রশ্নের জবাবে রিচি বলেন, “মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে আসা হয়েছে আমার।গান শেখা শুরু অনেক ছোটবেলা থেকে যখন আমার বয়স মাত্র ৩ বছর। গানের ব্যাপারে মায়ের কাছেই আমার হাতে খরি৷ পরবর্তীতে ক্লাস ফাইভে পড়াকালীন সময়ে আমি হুমায়রা পারভীন রিতা আপুর কাছে প্রায় ৮ বছর গান শিখেছি৷ উনি চ্যানেল আই সেরাকন্ঠ রিয়েলিটি শো এর সেরা দশজন প্রতিযোগীদের মধ্যে একজন ছিলেন”

    গানের পাশাপাশি সবরকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিজের মতো করেই বাজাতে ভালোবাসেন রিচি।করোনাকালে সে শুরু করে জলতরঙ্গ নিয়ে কাজ করা।তার সেই অভিজ্ঞতার কথা তিনি আমাদের বলেন এভাবে -” ২০২০ সালের লকডাউনের মধ্যে বাসায় বসে ভীষণ বোর হচ্ছিলাম৷ পড়াশোনা নাই। ছোটবেলা থেকে যেহেতু গান শিখেছি৷ তাই লকডাউনে বাসায় বসে গান করতাম শুধু৷ ইউটিউবে মিউজিক রিলেটেড ভিডিও দেখতাম আর দিনের অনেকটা সময় ফেসবুকে স্ক্রল করে সময় কাটাতাম। ২০২০ এর মে মাসে ইউটিউবে হঠাৎ একটা ভিডিও দেখি একজন বিদেশি গ্লাসে পানি নিয়ে টুংটাং করে গানের সুর তুলছে৷

    Then আমি এটা দেখে খুব ইন্টারেস্টেড হলাম৷ ভাবলাম এটা আমিও করবো৷ তাই ইউটিউবে জলতরঙ্গের অনেক ভিডিও থাকলেও জলতরঙ্গ নিয়ে কোনো টিউটোরিয়াল ভিডিও পেলাম না৷ তখন নিজের মতো করেই বাসায় যেরকম গ্লাস/বাটি পেয়েছি সেগুলো দিয়েই প্র্যাকটিস শুরু করি৷ প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল এটা করতে৷ বাট আমি হাল ছাড়ি নি৷ নাওয়া খাওয়া ছেড়ে সারাদিন গ্লাস, বাটি আর পানি নিয়েই পড়ে থাকতাম৷ তারপর গ্র্যাজুয়্যালি নিজেই নিজেই বিভিন্ন গানের সুর তুলতে সক্ষম হই৷ তারপর আমার আইডিতে ভিডিও আপলোড করতে শুরু করি৷ এভাবে হুট করেই রাতারাতি অনেকটাই জনপ্রিয়তা পেয়ে যায় আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায়।”

    রিচি শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাই পেয়েছেন তা নয়।তার প্রাপ্তির ঝুলিতে আছে বেশ বড় কিছু পুরস্কারও।বাংলাদেশের সবথেকে বড় আন্তর্জাতিক কালচারাল সংগঠন কালচারাল ক্লাসিসিস্টস্ এর 3rd International cultural classicists carnival 2021 প্রতিযোগিতায় উইনার হয়েছে সে এবং people’s choice awards পেয়েছে।এছাড়া সে গতবছর ইন্ডিয়াতে গ্লোবাল কালচারাল ফেস্টে অংশগ্রহণ করেছিলো।সে উক্ত কম্পিটিশনের একজন ফাইনালিস্ট।

    ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে রিচি বলেন, “আমার পড়াশোনাকে অবশ্যই আমি সবার আগে প্রাধান্য দিব৷ পড়াশোনার পাশাপাশি আমার মিউজিক নিয়ে আগাতে চাই৷ টিভিসি, শর্ট ফিল্মেও যদি কাজ করার সুযোগ পাই, নিজের ভয়েস দিতে পারি তাহলে খুব ভালো লাগবে৷ নতুন নতুন গান কাভার করতে চাই৷”দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে রিচির জন্য রইলো অনেক শুভকামনা।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ