• Uncategorized

    জমি নিয়ে বিরোধ, ইউপি সদস্যর ইন্ধনে হামলার অভিযোগ, আহত – ৯

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ১২:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ (রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি

     

    পটুয়াখালী সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে ভাই-বোনসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি ইউপি সদস্যর ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে ।

    বৃহস্পতিবার ( ১লা ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে।

    ঘটনার পরে অভিযুক্তদের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের শাসিয়েছেন আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক চৌকিদার।

    আহতরা হলেন, আনোয়ার চৌকিদার (৫০), হারুন চৌকিদার(৪০), পিয়ারা বেগম(৬০), হনুফা বেগম(৩০), পিয়ারা বেগম( ৩০) ও মোঃ আল-আমিন চৌকিদার (২০)

    তারা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    উক্ত ঘটনার ব্যপারে আহত আনোয়ার চৌকিদার বলেন, বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় প্রতিপক্ষের বাড়ির পাসের রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে যাচ্ছিলাম। এসময় কোনকিছু বুঝে ওঠার আগেই আমাকে অটোরিকশা থেকে নামিয়ে ইউপি সদস্যের সামনে মারধর শুরু করেন জলিল চৌকিদার, মনা চৌকিদার, শাহীন চৌকিদার,মহিউদ্দিন চৌকিদারসহ ৮/১০ জন পেটোয়া বাহিনী।

    তাদের মারধরে আমি জ্ঞান হারিয়ে ফেলি পরে বিকাল সাড়ে ৫ টার দিকে আমার ছোট ভাই হারুন প্রতিপক্ষের বাড়িতে যায় আমাকে মার ধর করার বিষয়টি জানার জন্য।

    এসময় হারুনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় তাকে উদ্ধার করতে গিয়ে আমার ছোট বোনসহ আরো চারজন আহত হয়েছে তিনি আরও বলেন, জমি সংক্রান্ত ও নির্বাচনী পূর্ব বিরোধের কারনে এঘটনা ঘটেছে বলে জানান।

    এবিষয়ে হারুন চৌকিদার জানান, আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক চৌকিদার মারা মারির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

    সে কাউকে বিব্রত না করে জলিল চৌকিদার গ্রুপকে মারা মারিতে ইন্ধন দিয়েছেন ঘটনার পরে অভিযুক্তদের পক্ষ নিয়ে আমাদেরকে শাসিয়েছেন।

    এবিষয়ে স্থানীয় ভাবে মিমাংসায় হওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন ইউপি সদস্য আমরা আইনের আশ্রয় নিলে তার কারনে ন্যায় বিচার পাবোনা বলে জানিয়ে দিয়েছেন ইউপি সদস্য মোঃ ফারুক চৌকিদার।

    অভিযুক্ত জলিল চৌকিদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, একই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়।

    তবে ওই রাস্তায় আনোয়ার চৌকিদার গং মাটি দিয়ে অটো রিকশা আনা-নেওয়া করেন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই রাস্তা দিয়ে আমার চাচা ধান মাড়াইয়ের মেশিন নিতে চাইলে তারা বাধা দেয় এবং তাকে ধাক্কা দেয়।

    এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে মারা মারি হয়েছে এ ঘটনায় আমাদেরও তিনজন আবুল হোসেন চৌকিদার (৮৫) আঃ রব চৌকিদার(৭০) আব্দুল হাই(৬৫) আহত হয়েছেন ঘটনার সময় ইউপি সদস্য ফারুক চৌকিদার উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

    আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক চৌকিদার বলেন, মারা মারিতে আমি কাউকে উৎসাহ দেইনি আমরা সন্ধায় নামাজ পরতে গেছি এসে দেখি পটুয়াখালী থেকে হারুনের ভাইগ্নারা এসে মারা মারি করেছে।

    পরে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষের কাছে স্টাম্প চেয়েছিলাম তবে একপক্ষ থানায় অভিযোগ করেছেন।

    পরে অপর পক্ষকেও থানায় অভিযোগ করতে বলা হয়েছে স্থানীয় ভাবে মিমাংসা না হলে তদন্ত করে থানা পুলিশ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি ।

    এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আহতদের চিকিৎসা নিতে বলা হয়েছে এবিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ