• আমার দেশ

    চুল কাটা সেলুন যেন এক ছোট্ট পাঠাগার

      প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ৪:৩১:০১ প্রিন্ট সংস্করণ

    জয়পুরহাট জেলা প্রতিনিধি:

    চুল কাটতে এসে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালের জন্য অপেক্ষেয় থাকা পেপার পড়তে পড়তে দেখা যায় পেপাররের সব নিউজ পড়া শেষ, তারপরেও চুল কাটার সিরিয়াল পাওয়া যায় না। এমন অভিঙ্গতা ছোট বড় সকলের রয়েছে। কিন্তু চুল কাটতে এসে যদি বিভিন্ন গল্পের বই বা ধর্মীয় বই বা সাহিত্য চর্চা করা যেত কতই না ভালো হতো হ্যাঁ এমনই এক সেলুন রয়েছে জয়পুরহাট জেলার কালাই থানার সদর পানপট্টিতে রতনের সেলুনে।

    রতন একজন বই প্রেমিক সে তার ছোট্ট সেলুনে বিভিন্ন বইয়ের সমারোহে যেমন ধর্মীয় বই গল্পের বই,বিঙ্গান বই, এর সমারোহে গড়ে তুলেছে ছোট্ট লাইব্রেরি। যেখানে মানুষ জন এসে চুল কাটানোর পাশাপাশি বই পড়ে জ্ঞান চর্চা করতে পারে। এই ছোট্ট পাঠাগারে মাধ্যমে বইয়ের প্রতি যে আজও মানুষের ভালোবাসা টিকে রয়েছে এটার অনন্য উদাহরণ তুলে ধরেছে এই রতন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ