• Uncategorized

    চীনের টিকা দেশে প্রথম নেবেন ন‌ওগাঁর সমতা-আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৫:২০:০২ প্রিন্ট সংস্করণ

    করোনা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার শুরু হচ্ছে চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইপিপি-করভির প্রয়োগ ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএসের ছাত্রী ন‌ওগাঁর অনন্যা সালাম সমতা দেশের প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিবেন।তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ২০১৬-১৭ সেশনের ছাত্রী। তার রোল ৫৯। রাজধানীতে মায়ের সাথে থাকেন ধানমন্ডিতে। তার গ্রামের বাড়ি ন‌ওগাঁ জেলায় ।

    জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রী সমতাকে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই সময় প্রধান অতিথি হিসেবে সশরীরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে। শুরুর দিন সেখানকার ২৫৭ শিক্ষার্থীকে দেয়া হবে এই টিকা।

    জানা যায়, ১৫টি টিকা বিভিন্ন দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে মাত্র ছয়টির। ছয় নম্বর হিসাবে চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি অনুমোদন পেয়েছে ৭ মে। এরপর ১২ মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে বলে জানিয়েছে দেশটি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ