• Uncategorized

    চিনের অনিয়ন্ত্রিত রকেট পড়লো মালদ্বীপের কাছাকাছি

      প্রতিনিধি ৯ মে ২০২১ , ৫:২৮:০৩ প্রিন্ট সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্কঃ

    গোলাম রাব্বি নিজস্ব প্রতিবেদক:

    চিনের অনিয়ন্ত্রিত রকেট পড়লো মালদ্বীপের কাছাকাছি
    হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটল। চিনের অনিয়ন্ত্রিত রকেট লংমার্চ ফাইভ বি বাংলাদেশের সময় সারে ৮ টার দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ডুকে। আর এর ধ্বংসাবশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি ভারত মহা সাগরে এ তথ্য নিশ্চিত করেছে চিনের মহাকাশ গবেষণা বিভাগ।

    রবিবার চীনের বৃহত্তম রকেটের অবশিষ্টাংশগুলি ভারত মহাসাগরে অবতরণ করেছে, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের পরে এর বেশিরভাগ উপাদান ধ্বংস হয়ে গেছে
    লংমার্চ ফাইভ বি ২৯ এপ্রিল চিনের ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয়েছিল। সফলভাবে গন্তব্যে পৌছার পর নিয়ন্ত্রণ হারায় ১০০ ফিট কোস্টারটি
    রয়টার্স

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ