• ময়মনসিংহ বিভাগ

    ঘন কুয়াশায় ও গুড়ি বৃষ্টির কারণে জনমনে অসস্থি

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ৬:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের প্রায় জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। এরসাথে রয়েছে ঘন কুয়াশা। এতে দিনের বেলাতেও সকল রোডে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গত দুইদিন শীত থাকার পর আবারও এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। এমন আবহাওয়ায় রাস্তায় বাজারে মানুষের সমাগম কম।

    দিনের বেলায় শীতের প্রকোপ একটু কমলেও সন্ধ্যা নামতেই না নামতেই আবারও শীত বাড়তে থাকে। অনেক বেলাতে সূর্য্যের দেখা মিললেও রোদের নেই তেমন তাপ। গত দুইদিন অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তাঘাটে মানুষের চলাফেরা ছিল আসংখা জনক কম । বৃহস্পতিবার বৃষ্টি থাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারেই কম। ফলে রিক্সা, অটোরিক্সা যাত্রী নাপাওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন। এভাবে চলতে থাকলে দিনের আয় কম হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এই আবহাওয়ায় তরিতরকারি বিক্রেতারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকরা ফসলের ক্ষতির আশংকা করছেন।এদিকে আবহাওয়ার এই পরিবর্তনজনিত কারণে প্রতিদিন সর্দি, কাশি-জ্বর, ডায়রিয়া আমাশাসহ নানা শীতজনিত রোগে আক্রামিত হচ্ছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ