• Uncategorized

    গজারিয়ায় মুন্সীগঞ্জ ব্যাচ ১১/১৩ ইউনিট বন্ধুদের ঈদ পুনর্মিলনী

      প্রতিনিধি ১৫ মে ২০২১ , ৪:৫৪:৫১ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম মাইজভান্কোডারীঃ

    থায় মোদের হারিয়ে যেতে নেই মানা। জীবন মানে আনন্দ আর দুঃখের গাঁথুনি। কখনো আনন্দ, কখনো দুঃখ এইতো জীবন। বন্ধুদের নিয়ে পরমান্দের মাঝে জীবনের সার্থকতা কিছুটা খোঁজে পাওয়া যায়।

    তাই বন্ধুদের মাঝে সীমাহীন আনন্দ দিয়ে দুঃখ ভুলিয়ে নিতে, ভালোবাসার পরম পরশ বা স্পর্শ আমরা ১১/১৩ ব্যাচ বন্ধুরা সারা বাংলায় জেগে আছি। মানবতাবোধে জেগে থেকে জীবনকে বর্ণিল আনন্দোৎসবে রাঙিয়ে দিতে।বন্ধু মানেই তো এক বিনে সূতোয় বাঁধা আত্মীক বন্ধন। বলছি ব্যাচ ১১/১৩ মুন্সীগঞ্জের বন্ধুদের মিলন মেলার গল্পের অল্প সল্প কথা।

    আজ শনিবার (১৫ মে,২০২১খ্রি.) গজারিয়ার ভবেরচর ইউনিয়নে ঐতিহ্যবাহী ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি/এইচ.এস.সি ১১/১৩ ব্যাচ মুন্সীগঞ্জ ইউনিটের আংশিক অংশের ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জ ব্যাচ১১/১৩ শিক্ষার্থীদের ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে একত্রিত হতে পেরে বন্ধুদের মিলন মেলায় জম্পেশ আড্ডায় বিভোর হয়ে উচ্ছ্বসিত হতে থাকে সকলে। স্মৃতিকাতর হয়ে পুরানো স্মৃতি আওরিয়ে অনেককেই দেখা গেছে সৃত্মিচারন মূলক আলোচনায়।

    মনে হয়েছিলো যেনো বাঁধভাঙা উচ্ছ্বাসে সকলেই ফিরে গেছে পুরানো সেই বহুল স্মৃতি বিজড়িত শৈশবে। আনন্দ উল্লাস ও গোশ গল্পে মেতে ওঠে সমবেত সকলেই।ব্যাচ ১১/১৩ গজারিয়া ইউনিটের বন্ধুদের নিমন্ত্রণ ও আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ও মোরগ পোলাও দিয়ে পেট পূঁজা করা হয়।ঈদের ২য়দিন বন্ধু পূর্নমিলনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ব্যাচ ১১/১৩ এর গজারিয়া ইউনিটের বন্ধুরা সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের বন্ধুরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ