• সাহিত্যে

    ‘কে বানাইছে’ লুৎফর রহমান লিটন

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ২:৪০:১৩ প্রিন্ট সংস্করণ

    কে বানাইছে
    লুৎফর রহমান লিটন

    কে বানাইছে আদম হাওয়া
    কে বানাইছে গোনদ্রব
    কে বানাইছে চোর পুলিশ
    কে আবার বিচারক ?
    আসলে তার মনের কথা
    করিবে দুনিয়া পয়দা
    দুই কুলিতে হবে রাজা
    গোপন করে কিছু কায়দা ।
    বেহেস্ত হলো তোমার তৈরী
    গোনদ্রব কেন আসলো
    কেন আবার আদম জাত
    পাপ সাগরে ভাসলো?
    মাংস খাওয়ার আবদার খোদার
    পুরন করেনি কেহ
    মুসা পায়নি মাংস খুজে
    খাকতে তার দেহ ।
    মুসা নবী কেমন নবী
    পাগলই বা কে
    আল্লহক খাওয়াতে নিজের মাংস
    কেটে দিয়েছিল যে ।
    না বুঝিয়া বুঝি যখন
    তখন খুজি তোমায়
    জ্ঞান করিয়ে ধ্যান করিলে
    খুজে ব্যারাই আমায় ।
    আমাতেই তুমি আছো
    তোমাতেই আমি
    সকল ভুল আমিত্বে
    সকলই হ তুমি ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ