• Uncategorized

    কেন দিশেহারা এইচএসসি অটো পাশ শিক্ষার্থীগণ?

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ৩:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ


    কেন দিশেহারা এইচএসসি অটো পাশ শিক্ষার্থীগণ???

    বিগত বছরগুলোর মতো 2020 সালের এইচএসসির পরীক্ষার্থীরাও সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিল তাদের পরীক্ষা চোকানোর জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের খেলা কেউতো জানেনা হঠাৎ কোভিড 19 এর মত মহামারী আগমন করে ধুলিস্যাৎ করে দেয় তাদের আগাম পথ চলাকে।

    যাই হক, অবশেষে দীর্ঘ সাত মাস অতিবাহিত হওয়ার পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি পদক্ষেপ নেই যে তাদেরকে অটো প্রমোশন’ দেওয়া হবে
    ফলে ধীরে ধীরে আরও দিশেহারা হয়ে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা কেমন হবে রেজাল্ট কিসের ভিত্তিতে দিবে ফলাফল।

    অবশেষে শিক্ষা মন্ত্রী একটি সিদ্ধান্ত দেয় যে জেএসসি হতে 25 % এবং এসএসসি হতে 75% নাম্বার নিয়ে প্রকাশ করা হবে এইচএসসি রেজাল্ট এরপর সকলের মনে প্রশ্ন জাগে একটা যে,
    কবে দিবে ফলাফল অবশেষে শিক্ষা অধিদপ্তর হতে জানিয়ে দেওয়া হয় যে ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে এইচএসসি রেজাল্ট।

    কিন্তু সে কথা রাখতে পারেনি তারা আজ ১২ এ জানুয়ারি আজও স্পষ্ট কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারল না শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ রেজাল্ট কি আদও দিবে কিনা কর্মকর্তারাও তা জানে না অন্যদিকে বিভিন্ন সংবাদপত্র এবং টিভি নিউজ এর মধ্যেবিভিন্ন ধরনের হয়রানি মূলক
    কথাবার্তা বলে যাচ্ছে।

    ফেসবুকের কথা নাই ধরি সেখানে তো অনবরত চলছে অমুক তারিখে দেওয়া হবে এইচএসসি ফলাফল অমুক মাসে প্রকাশ হবে এইচএসসির ফলাফল আর অন্যদিকে ছাত্ররা ডিপ্রেশনে ভুগছে তাদের ফলাফল নিয়ে একইসাথে থমকে আছে তাদের স্বপ্ন তাদের লক্ষ্য তাদের আগাম পথযাত্রা।

    না পারছে তারা পরবর্তী ক্লাসে উঠতে। না পারেছে তাদের স্বপ্নের ক্যানভাসে যেতে। না পারছে তাদের জীবনের লক্ষ্য ঠিক করতে। কারণ এটি হলো তাদের লক্ষ্য স্থির করার একমাত্র সুবর্ণ সুযোগ তাই মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা বৃন্দদের কাছে একটা অনুরোধ করতে চাই।

    বিলম্ব না করে অতিশীঘ্রই এইচএসসি ফলাফলের সঠিক তারিখ টা জানিয়ে দেওয়া হয় এবং সঠিক সময়ে রেজাল্ট প্রকাশ করা হয় যাতে আর কোন ছাত্র-ছাত্রীদের ডিপ্রেশন নিয়ে বেঁচে থাকতে না হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ