• ময়মনসিংহ বিভাগ

    কুয়াশাচ্ছন্ন আকাশ ভেদ করে হাসঁছে সূর্য

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৫৯:৫৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:

    ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পূর্ব নদীর এপাশ থেকে সকালটাকে মনেহয় আমি এখন কোনো পর্যটক এলাকায় আছি।নিবির কোলাহলমুক্ত নিজের গতিতে হাসঁতে হাসঁতে উদিত হচ্ছে সূর্য। নদীর কূল গেসে আছে অরণ্যরাজি আর ছোট ছোট বালির স্তর দূরে থেকে দেখতে পাহাড়ের পাহাড়ের মত যেনো পাহাড়ি এলাকা।আমাদের ময়মনসিংহ জেলা ত্রিশাল অংশজুড়ে আছে এক নদী। চৌতুর দিকেই বালি মাটির ছোট ছোট টিলা, মাঝে সমতল।

    দু’পাহাড়ের মাঝখান দিয়ে ছন্দ তুলে ছোট ছোট ঝর্ণার এগিয়ে চলা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কৃত্রিম সৌন্দর্যের অনেক সংযোজনই রয়েছে। যা দেখে কর্ম জীবনে সকল ক্লান্তি দুর করে দেয়। অনেক কৃষকদের দেখতে পাওয়া যায়। সকালটাকে উপভোগ করতে ছোটে আসেন নদীর পারে আবার কেউবা নদীর পারে সকাল বেলায় হাটতেও আসেন।সকালে সূর্যের হাসিঁতে কর্মজীবনে এবং কৃষকদের মূখে হাসিঁ ফোটেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ