• Uncategorized

    কুষ্টিয়া সাবেক কাউন্সিলর নামে ইট চুরির অভিযোগ !

      প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৩:১৫:১০ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া মোহিনী মিলের কানু বাবুর বাড়ী টি বর্তমানে কুষ্টিয়া ডিসি কোট এডিসি রেভিনিউ এর বাস ভবন। পূরানো এই বাড়ির প্রাচীন ভেঙ্গে দিয়ে রাস্ত প্রস্ত করার জন্য কাজ শুরু করছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান । এই প্রাচীন ভাংগা হলে প্রায় ৩০/৩৫ হাজার ইট বের হয়।সুত্রে জানা যায়, ঠিকাদারের সাথে যোগসাজসে কুষ্টিয়া পৌরসভা ১০ নং ওয়ার্ডে সাবেক কাউন্লাসিলর ও ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগর সভাপতি গোলাম মস্তফা লাবলু চুরি করেন। এই চোরাই কৃত ইট আজ বিক্রয় করতে গেলে এলাকা বাসীর তোপর মুখে পরেন তিনি । ঐ চোরাই ইট বিক্রি করেন আতি নামে এক ব্যক্তরি কাছে তিনি রাতে এসে তা নিয়ে যাবেন বলে জানা যায়।

    বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জানতে পারলে তাৎক্ষনিক মিলপাড়া পুলিশ ফাঁড়িকে অবগত করলে । পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইট গুলো উদ্ধার করে। কিন্তু বিষয় টি জানা জানি হবার আগেই অনেক ইট বিক্রয় করে দেন তিনি।এই বিষয়ে সাবেক কাউন্সিলর গোলাম মস্তফা লাবলু কাছে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কিছু বলতে পারবোনা তবে ইট আমি ক্রয় করেছি।তার কাছে ইট ক্রয় ডকমেন্ট চাইলে সে বলেন আপনার যা ভালো লাগে আপনি তাই করেন । আমি কোর্টে জবাব দিবো। আমি সাংবাদিদের কে জবাব দিবনা ।সৃএে জানা যায় কানু বাবুর এই বাড়িটি কুষ্টিয়া -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাহাবুব উল আলম হানিফ কুষ্টিয়া ক্লাব এর জন্য প্রস্তাবনায় রেখেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ