• জনপদ

    কুকুটিয়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ২:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম এ কাইয়ুম-মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের সুমন দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ ওঠেছে। এতে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিবেশী কিরন মালা ও প্রতিবেশী সহ গ্রামের অনেক মানুষ। এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও চেয়ারম্যানের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন কিরণ মালা। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

    অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার নাগরভাগ গ্রামের হরিপদ দাসের ২ পুত্র সুমন দাস ও কেশব দাস, ওই জমিতে বাড়ি-ঘর গড়ে তোলে। প্রায় ৩০ বছর ধরে চলাচলের জন্য ৬ ফুট চওড়া একটি রাস্তা ব্যবহার করতেন ভুক্তভোগী পরিবারসহ অন্যরা।কিন্তু তাদের তিন শতাংশ জমিসহ ৫-৬ মাস আগে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেন প্রতিবেশী রতন বিশ্বাস। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জহুরা বেগমের পরিবারসহ গ্রামের অনেক মানুষ।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের প্রধান সড়ক থেকে সুমন দাসের বাড়ির পাশ দিয়ে সরু একটি মাটির রাস্তা। ওই রাস্তার উত্তর প্রান্তে কিরন মালার বাড়ি। তাদের বাড়ির চারপাশে প্রতিবেশী সুমন দাস সহ সাবেক মহিলা মেম্বার ফরিদা বেগম চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে কিরন মালা বাড়ির পশ্চিম ও পূর্ব পাশ ঘেষে উঁচু দেয়াল নির্মাণ করা হয়েছে। সুমন দাস বলেন, ‘রাস্তার জায়গাটি আমার। এতদিন মানবিক দিক বিবেচনা করে প্রতিবেশীদের চলাচল করতে দেওয়া হয়। নিজেদের নিরাপত্তার কথা ভেবে বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করা হয়। এতে কার কি সমস্যা হলো, সেটা আমার দেখার বিষয় না।

    স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিঠন সহ একাধিক ব্যক্তি বলেন, রাস্তাটি দিয়ে শুধু কিরণ মালা পরিবার নয়, এলাকার অনেক মানুষ চলাচল করে থাকে। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দেয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেন তিনি। এর ফলে চরম দুর্ভোগে পড়েন কিরণ মালা পরিবারসহ গ্রামের অনেক মানুষ। কুকুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, মানুষের চলাচলের রাস্তার জায়গায় কারো মালিকানা হলেও কেউ বন্ধ করতে পারে না। জনগণের চলাচলের রাস্তা বন্ধ করা কারো অধিকার নাই। এটি আইনসিদ্ধ নয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ